আজ ১৮ মে’১৭ বৃহস্পতিবার পুলিশের উদ্যোগে রাজধানীর সবুজবাগ থানাধীন কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ আইটি ল্যাবরেটরীতে বীট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় অনলাইন সচেতনতামূলক কার্যক্রম । “আমার সম্ভ্রম আমার হাতেই নিরাপদ” শীর্ষক কর্মশালায় সোস্যাল নেটওয়ার্ক ব্যবহারে সতর্কতা, সম্মানহানি ও প্রতিকার সর্ম্পকে আলোকপাত করা হয় ।
কদমতলা স্কুল এন্ড কলেজ এর গভর্ণিং বডির চেয়ারম্যান ইয়াহিয়া সোহেল কর্মশালাটি উদ্বোধন এবং সবুজবাগ থানার অফিসার ইনচার্জ আঃ কুদ্দুস ফকির সভাপতিত্ব করেন ।
উক্ত কর্মশালায় মতিঝিল বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার মোনালিসা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। কর্মশালাটি বিভক্ত ছিল তিনটি পর্বে । প্রথম পর্বে সোস্যাল নেটওয়ার্ক ব্যবহার পদ্ধতিকে নিরাপদ করা সংক্রান্তে আলোচনা করেন মোঃ নেছার উদ্দিন কাদরী, ওসি আইটি ফরেনসিক,বাংলাদেশ পুলিশ, সিআইডি,ঢাকা।
দ্বিতীয় পর্বে আইটি বেইজড ক্রাইম এবং অন্যান্য অপরাধ সংক্রান্তে ভিকটিম ট্রমাটাইজড মেয়েদের মানসিক অবস্থায় করনীয় ও কাউন্সিলিং টিপস প্রদান করেন সেলিনা পারভীন,কেন্দ্র ম্যানেজার, বাংলাদেশ নারী প্রগতি সংঘ(বিএনপিএস)।
তৃতীয় পর্বে এ ধরনের হয়রানির শিকার ব্যক্তিদের পুলিশ কিভাবে সাহায্য করে ও আইনগত অধিকার, প্রতিকার সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন কর্মশালার প্রধান অতিথি মোনালিসা বেগম, অতিঃ উপ-পুলিশ কমিশনার,মতিঝিল বিভাগ,ডিএমপি।
সবুজবাগ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মোস্তাজিরুর রহমানের পরিকল্পনা ও সঞ্চালনায় অত্যন্ত প্রানোচ্ছল পরিবেশে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রতিষ্ঠানের অষ্টম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনীর ১০৫ জন ছাত্রী প্রতিনিধিত্ব করে। তারা তাদের তিক্ত অভিজ্ঞতা এবং সম্ভাব্য আইটি সম্পর্কিত থ্রেইট, ফেইসবুকসহ বিভিন্ন এ্যাপস ব্যবহারে সতর্কতা বিষয়ক অনুসন্ধিৎসু প্রশ্ন করলে আলোচকবৃন্দ তাদের প্রত্যেকটি প্রশ্নে সুন্দর সমাধান দেন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ওবায়দুর রহমান সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, সবুজবাগ জোন, ও এনামুল হক মিঠু, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, পেট্রল,খিলগাঁও জোন, মতিঝিল বিভাগসহ উক্ত প্রতিষ্ঠানের গভর্ণিং বডির অন্যান্য সদস্য ও শিক্ষক শিক্ষিকাগণ ।