ডিএমপি নিউজঃ রাজধানীর মাদারটেক এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সবুজবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ লোকমান হেকিম।
শুক্রবার ( ১ লা জুলাই ২০২২) রাত ৮:১৫ টায় পূর্ব মাদারটেকের সিঙ্গাপুর রোডের মেসার্স হাবিব ষ্টোর এর সামনে থেকে তাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
সবুজবাগ থানার অফিসার ইনচার্জ মুঃ মোরাদুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক কারবারি সবুজবাগ থানার পূর্ব মাদারটেকের সিঙ্গাপুর রোডের মেসার্স হাবিব ষ্টোর এর সামনে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় সবুজবাগ থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২ কেজি গাঁজাসহ লোকমানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।