ডিএমপি নিউজঃ রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে ৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ রায়হানুল ইসলাম রিজভী ।
মঙ্গলবার (৩০ নভেম্বর ২০২১) রাত ৭:৪৫ টায় সবুজবাগ থানার পশ্চিম মাদারটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুর রহমান আজাদ ডিএমপি নিউজকে জানান, সবুজবাগ থানার পশ্চিম মাদারটেক মায়ের দোয়া চটপটির দোকানের পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গায় কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয় করার জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে কোতয়ালী জোনাল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাঁজাসহ রায়হানুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতকে সবুজবাগ থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।