সবুজবাগ থানার উদ্যোগে ‘পুলিশ সেবা সপ্তাহ’ ২০১৯ উদযাপন উপলক্ষে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ র্যালী দুপুর ১২.০০ টায় শুরু হয়ে ০১.০০ টায় শেষ হয়।
২৯ জানুয়ারি, ২০১৯ মঙ্গলবার ১২.০০ টায় এ র্যালী সবুজবাগ থানা গেট হতে শুরু হয়ে বাসাবো খেলার মাঠ হয়ে টেম্পুষ্ট্যান্ড হয়ে বাসাবো ওহাব কলোনী বেলাল মসজিদ হয়ে পুনরায় সবুজবাগ থানায় শেষ হয়। র্যালীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনা (মতিঝিল) মোহাম্মদ আনোয়ার হোসেন, পিপিএম, অতিঃ উপ-পুলিশ কমিশনার(মতিঝিল বিভাগ) মোনালিসা বেগম, সিনিঃ সহকারি পুলিশ কমিশনার(সবুজবাগ জোন) মোঃ রাশেদ হাসান, অফিসার ইনচার্জ, সবুজবাগ থানা মোঃ আঃ কুদ্দুস , কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ, সুধীজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ প্রায় ৭৫০/৮৫০ জন অংশগ্রহন করেন।
র্যালীতে পুলিশের সেবা সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও পোস্টার, ব্যানার ফেস্টুন প্রদর্শণ করা হয়। এ সময়ে শিক্ষকদের সহযোগিতায় ছাত্র-ছাত্রীদের ট্রাফিক নিয়ম-কানুন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাস্তা পারাপারে ফুট ওভারব্রীজ, আন্ডারপাস, জেব্রা ক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়।
র্যালী শেষে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। ওপেন হাউজ ডে-তে পুলিশ কর্মকর্তাগণ নারী ও শিশু বান্ধব পুলিশিং সেবা, কমিউনিটি পুলিশিং এর সুফল, ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রদত্ত সেবা, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা কিভাবে আরো দ্রুত জনগনের দ্বারপ্রান্তে পৌঁছানো যায় এই সংক্রান্তে আলোচনা করেন। পুলিশিং সেবা সহজতর করার লক্ষ্যে উপস্থিত জনতার পক্ষ হতে পরামর্শ গ্রহণ করা হয়।
উল্লেখ্য যে, ২৭ জানুয়ারি ২০১৯ হতে শুরু হওয়া ‘পুলিশ সেবা সপ্তাহ’ ২০১৯ আগামী ২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত চলবে ।