রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতারকৃতরা হলো-১। আকাশ (৩১) ও ২। সিফাত (১৯)।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি ২০২৫ খ্রি.) সন্ধ্যা ৬:০০ ঘটিকায় সবুজবাগ থানাধীন বৌদ্ধ মন্দির এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
সবুজবাগ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সিটিটিসি টিম রাজধানীতে ছিনতাই প্রতিরোধ অভিযান পরিচালনাকালে বৌদ্ধ মন্দির এলাকা হতে ছিনতাইকারী আকাশ ও সিফাতকে গ্রেফতার করে।
সবুজবাগ থানা সূত্রে আরো জানা যায়, গত ৫ জানুয়ারি ২০২৫ খ্রি. ভোর ০৬.২০ ঘটিকার সময় সবুজবাগের খিলগাঁও ফ্লাইওভারের পশ্চিম পাশে রাস্তার উপর কয়েকজন মিলে ছিনতাই করার জন্য অবস্থান করছিলো। সংবাদ পেয়ে সবুজবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় একজন ছিনতাইকারীকে ধারালো একটি চাকুসহ হাতেনাতে গ্রেফতার করে থানা পুলিশ। এসময় অজ্ঞাতনামা ২/৩ জন দৌঁড়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় সবুজবাগ থানায় একটি মামলা রুজু করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সিটিটিসি কর্তৃক গ্রেফতার আকাশ ও সিফাত উক্ত মামলার তদন্তে প্রাপ্ত আসামি। গ্রেফতারকৃতরা উক্ত মামলার ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদেরকে সবুজবাগ থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।