ভারত-শাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের একবছর পূর্তির দিনে পাকিস্তানের করাচিতে সমাবেশে গ্রেনেড হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার একটি র্যালিতে এ হামলার ঘটনা ঘটে। প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা।
বিচ্ছিন্নতাবাদী একটি সশস্ত্র গোষ্ঠী সিন্ধুদেশ রেভল্যুশনারী আর্মি (এসআরএ) এ হামলার দায় স্বীকার করেছে। গত কয়েক মাস ধরেই তারা বেশ সক্রিয় রয়েছে।
সিন্ধুদেশ রেভল্যুশনারী আর্মি (এসআরএ) গত জুনেও তিনটি হামলায় ৬ জন নিহতের ঘটনার দায় স্বীকার করেছিল। এই গোষ্ঠীটি পাকিস্তান ফেডারেশন থেকে সিন্ধু প্রদেশের বিচ্ছিন্নতা দাবি করে আসছে।
করাচির পুলিশ প্রধান গুলাম নবী মেমন বলেন, র্যালিতে একটি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।