ডিএমপি নিউজঃ সরকারি বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চারজন প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কদমতলী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ নজরুল ইসলাম (৫০), মোঃ মাহাবুবুর রহমান (৬০), মোঃ সেলিম রেজা (৩৮) ও আলমগির হোসেন (৩৫)।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৪ লক্ষ ২৫ হাজার টাকার চেক ও প্রতারণার কাজে ব্যবহৃত নকল নিয়োগপত্রসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়।
কদমতলী থানার উপ-পুলিশ পরিদর্শক কবির হোসেন ডিএমপি নিউজকে জানান, সরকারি চাকরি দেওয়ার নামে গ্রামের নিরীহ মানুষের কাছ থেকে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এমন একটি প্রতারক চক্রের সন্ধান পায় কদমতলী থানা পুলিশ। এরপর প্রতারক চক্রটিকে গ্রেফতারে জন্য অভিযানে নামে থানা পুলিশ।
তিনি বলেন, অভিযানকালে রবিবার কদমতলী থানার রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর তেজগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তার অন্যান্য সহযোগীদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু হয়েছে।
সোমবার গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।