বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বিদ্যুত খাতে সরকারের সাফল্য ধরে রাখতে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। গতকাল শনিবার রাজধানীতে পলøী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) প্রধান কার্যলয়ে ২০১৮-১৯ অর্থ বছরের দুই দিনব্যাপী জেনারেল ম্যানেজার (জিএম) সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আরইবি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন সম্মেলনে যাবতীয় কার্যক্রমের উপর আর্থিক, কারিগরী ও ব্যবস্থাপনাগত বিষয় উপস্থাপন করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস, পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, আরইবি’র সদস্য (প্রশাসন) ও অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলী পাটওয়ারী, পাওয়ার সেল এর মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম-আল-বেরুনী, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন প্রমুখ।
আরইবির শতভাগ বিদ্যুতায়নের কাজে সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নির্বাচনের বছর মানুষকে আরো বেশি করে সেবা দিতে হবে। এ জন্য সম্মেলনে উপস্থিত জিএমদের দিননির্দেশনা দেন তিনি। এ লÿ্যে সাব-স্টেশন নির্মাণ ও ওভারলোডেড ট্রান্সফরমার পরিবর্তন, যথাসময়ে রাইট অব ওয়ে নিশ্চিত করাসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের লোড বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রেখে ইতোমধ্যে গৃহীত পরিকল্পনা রিভিউ করার কথাও বলেন তিনি। বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের ‘শিফট পরিবর্তন’ হওয়ার কারণে আগামী কয়েক মাস উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হতে পারে বলে জানান প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা আশা করছি, সিরাজগঞ্জে আমাদের যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, সেখানে গ্যাসের পরিমাণ বাড়িয়ে দিয়ে সেখান থেকে আমরা কভার আপ করব।
বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস সম্মেলনে অংশগ্রহণকারী জেনারেল ম্যানেজারদের উদ্দেশ্যে বলেন, এই বছরের সম্মেলনের প্রতিপাদ্য ‘হয়রানিমুক্ত বিদ্যুতের অঙ্গীকার’। বিষয়টি নিশ্চিত করতে এবং মাঠ পর্যায়ে দুর্নীতি রোধকল্পে সকলকে সজাগ থাকতে হবে।
সম্মেলনের শুরুতে আরইবি’র চেয়ারম্যন মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন তার পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় জানান, ১৯৭৮ থেকে ২০০৮ সাল নাগাদ ৩০ বছরে আরইবির গ্রাহক সংখ্যা ছিল ৭৪ লাখ। সরকারের ৯ বছরে আরও এক কোটি ৫৭ লাখ নতুন সংযোগ দেওয়া হয়েছে। এখন আরইবির গ্রাহক সংখ্যা ২ কোটি ৩১ লাখ। বর্তমানে আরইবির বিদ্যুৎ বিতরণ লাইন ৩ লাখ ৯৭ হাজার কিলোমিটার, বিদ্যুৎ সুবিধাভোগী গ্রাহক ৮৬ ভাগ, ৮৩৭টি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মোট ক্ষমতা ৯ হাজার ৭৭৫ এমভিএ, সিস্টেম লস ১১ ভাগ, বকেয়া ১ দশমিক ১০ মাস। ২০১৭-১৮ অর্থ বছরে আরইবি৫৫ হাজার কিলোমিটার লাইন নির্মাণ ও ১৮০০ এমভিএ ক্ষমতা সম্পন্ন উপকেন্দ্র স্থাপন করে ৩৯ লাখ গ্রাহককে নতুন সংযোগ প্রদান করেছে।
দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজারসহ আরইবি’র উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সম্মেলনে আরইবি’র সেরা কর্মকর্তা সদস্য (বিতরণ ও পরিচালন) মো. মোস্তফা কামাল, মাঠ পর্যায়ের কর্মকর্তা ময়মনসিংহ পল্লী সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার জহিরুল ইসলাম এবং আরইবি’র সেরা কর্মচারী সামছুল হুদা চৌধুরী-এর হাতে শুদ্ধাচার সম্মাননাপত্র তুলে দেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।