জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায় বলেছেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার জন্য বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে।
তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা প্রতিভার সন্ধান করে তাদের চর্চার মাধ্যমে বিকশিত করা সম্ভব। সরকার শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আকৃষ্ট করার লক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, দেশের বাইরে নিয়ে বিভিন্ন প্রযুক্তি ও বিজ্ঞানের বিষয় পরিদর্শন করা সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।বিশ্বের বুকে সম্ভাবনার বাংলাদেশকে এগিয়ে নিতে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর জন্য যুবসমাজকে এগিযে আসার আহবান জানিয়ে তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকলে হলে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের বিকল্প নেই। নতুন প্রজন্ম ও বর্তমান যুবসমাজই পারবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে বিজ্ঞানমনষ্ক জাতি গঠন করতে।মহাপরিচালক স্বপন কুমার রায় আজ মঙ্গলবার রংপুরে দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
নগরীর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে রংপুর বিভাগীয় প্রশাসন কর্তৃক আয়োজিত বিভাগীয় চতুর্থ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ।বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মিনু শীল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আব্দুল মজিদ এবং জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।এসময় বক্তারা বলেন, বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এবং বিজ্ঞানমনষ্ক জাতি গঠনে রংপুর বিভাগের ভূমিকা অগ্রগণ্য। নতুন প্রজন্মের শিক্ষার্থীসহ বর্তমান তরুন-যুবাদেরকে বিজ্ঞানমনষ্ক করতে এবং প্রযুক্তির ব্যবহারে উদ্বুদ্ধ করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
কারণ বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার ছাড়া এখন সবকিছুই অচল।এর আগে প্রধান অতিথি স্বপন কুমার রায়সহ অন্যান্য অতিথিরা মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট- এর পৃষ্টপোষকতায় আয়োজিত এ মেলায় ২৮টি স্টল অংশ নিয়েছে। মেলায় অংশগ্রহণকারী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ প্রতিযোগিতা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।