ডিএমপি নিউজঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। শুধু তাই নয়, তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারাও করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গবলবার (১ ডিসেম্বর) ফেসবুকে তৌসিফ মাহবুব নিজেই এ তথ্য জানান।
তিনি জানান, প্রতিটি স্বামীকে এই দিনটি দেখতে হবে। সৃষ্টিকর্তা সবাইকে শক্তি দান করুন সেই আশা করি। করোনায় শুধু বউ নয়, তার বাড়ির সবাই ও আমি আক্রান্ত হয়েছি। আমাদের সবার জন্য দোয়া করবেন।
তৌসিফ আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অন্যতম অভিনেতা হলেও সাম্প্রতিক পর্বগুলোতে তাকে দেখা যাচ্ছে না। তবে বর্তমানে ‘ম্যারেজ মিডিয়া’ নামের নাটকের কাজ শেষ করেছেন এই অভিনেতা। এতে তার বিপরীতে আছেন অভিনেত্রী সাফা কবির।