ডিএমপি নিউজ রিপোর্ট: সহকারি পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাগণকে বদলী করা হয়েছে।
বদলীকৃত কর্মকর্তাগণ হলেন– র্যাব এর সহকারি পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানকে সহকারি পুলিশ কমিশনার আরএমপি রাজশাহী, র্যাব এর সহকারি পুলিশ সুপার মোঃ আজিজুল হক সরকারকে সহকারি পুলিশ কমিশনার আরএমপি রাজশাহী, সহকারি পুলিশ কমিশনার সিএমপি চট্রগ্রাম বর্তমানে সহকারি পুলিশ সুপার আরআরএফ চট্রগ্রাম হিসেবে বদলির আদেশপ্রাপ্ত রতন কুমার দাস গুপ্তকে সহকারি পুলিশ সুপার মহেশখালী সার্কেল কক্সবাজার, সহকারি পুলিশ সুপার ৮ম এপিবিএন ঢাকা মোঃ আব্দুল্লাহ আল মামুনকে সহকারি পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, সহকারি পুলিশ সুপার র্যাব শাহনেওয়াজ রাজু বিপিএম-সেবাকে সহকারি পুলিশ সুপার মধুখালী সার্কেল ফরিদপুর, সহকারি পুলিশ সুপার(সদর) লালমনিরহাট মোছাঃ লিজা বেগমকে সহকারি পুলিশ সুপার(সদর) চাঁপাইনবাবগঞ্জ, সহকারি পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল নেত্রকোনা মোহাম্মদ সামীন কবীরকে সহকারি পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স্ ঢাকা(টিআর পদে)প্রেষণে এনটিএমসি ঢাকা, সহকারি পুলিশ সুপার মধুখালী সার্কেল ফরিদপুর সুজন সরকারকে সহকারি পুলিশ সুপার(সদর) বাগেরহাট, সহকারি পুলিশ সুপার(সদর)গাইবান্ধা মোঃ খায়রুল আলমকে সহকারি পুলিশ সুপার হাকিমপুর সার্কেল দিনাজপুর এবং সহকারি পুলিশ সুপার হাকিমপুর সার্কেল দিনাজপুর আবু হায়দার মোঃ ফয়জুর রহমানকে সহকারি পুলিশ সুপার(সদর) নাটোরে বদলী করা হয়েছে ।
০৩ মে’১৭ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম কর্তৃক স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।