ডিএমপি নিউজ: পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল ফোন কোম্পানি রবি আজিয়াটা একটি সহযোগী কোম্পানি গঠন করবে। কোম্পানির নাম “আর ভেঞ্চার পিএলসি”। কোম্পানিটি রবির সম্পূর্ণ মালিকানাধীন।
সূত্র জানায়,কোম্পানিটির রেজিস্ট্রেড অফিস বাংলাদেশে অবস্থিত হবে। সহযোগী কোম্পানিটির কাজ হবে ডিজিটাল সেবা দেওয়া। যেমন-ওটিটি সার্ভিস, টিকিটিং সার্ভিস এবং মোবাইল ভ্যালু অ্যাডেড সার্ভিস।
প্রসঙ্গত, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ০৫ পয়সা।তথ্যসূত্র:অর্থসূচক