স্লোভাকিয়ায় একজন সাংবাদিকের হত্যার পর খুনিদের ধরে দিতে ১০ লক্ষ ইউরো পুরষ্কার ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকো।
বিবিসি এক প্রতিবেদনে বলছে, বান্ডিল বান্ডিল ইউরোর নোট সামনে রেখে তিনি মঙ্গলবার একটি সংবাদ সম্মেলন করেছেন এবং বলেছেন, সাংবাদিক ইয়েন কুচিয়াকের হত্যাকারীদের সম্পর্কে যারাই তথ্য দেবে, তাদের এই অর্থ পুরষ্কার দেয়া হবে।
মি. কুচিয়াক, ২৭, এবং তার মেয়ে বন্ধু – দুজনকেই তাদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাদের দু’জনের দেহে একটি করে গুলির ক্ষত রয়েছে।
খবরে বলা হয়েছে, স্লোভাকিয়ার রাজনৈতিক মহলের সাথে ইটালিয়ান এন্ড্রাঘেটা মাফিয়ার যোগসূত্র সম্পর্কে মি. কুচিয়াক একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করার জন্য তৈরি হচ্ছিলেন। এই ঘটনায় দেশটির সংবাদমাধ্যমে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে।- বিবিসি