ডিএমপি নিউজ: সাংবাদিক পরিচয়ে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতের নাম- আহসান শামীম (৪৪)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ৩টি মোবাইল ফোন ও ৬টি সিম কার্ড উদ্ধার করা হয়।
রবিবার (২০ জুন, ২০২১) দিবাগত রাত ৩:১৫ টায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার চরপ্রসন্নদী গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
এজাহার সূত্রে জানা যায়, যুগান্তরের সিনিয়র স্টাফ রিপোর্টার পরিচয় দিয়ে যুগান্তর পত্রিকা অফিসে লাইনম্যান ও সুপারভাইজার পদে চাকরির প্রলোভন দিয়ে বিভিন্ন লোকজনের নিকট হতে ৪৯,৫০০ টাকা গ্রহণ করেন শামীম। কিন্তু তাদের চাকরি না দিয়ে উল্টো হুমকি প্রদান করেন। প্রতারণার শিকার ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ২০ জুন, ২০২১ (রবিবার) ধানমন্ডি থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম ডিএমপি নিউজকে জানান, ভিকটিমদের দেয়া তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শামীম উক্ত মামলার ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে মর্মে পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা জানান।
গ্রেফতারকৃতকে ধানমন্ডি থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।