ডিএমপি নিউজ: ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি পাওয়ায় ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা প্রদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান।
জিডিতে তিনি উল্লেখ করেন, গত ১৩ আগস্ট মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ আগস্ট রাত ৮:৪০টায় দেলোয়ার হোসাইন সাঈদী মৃত্যুবরণ করেন। আমি বিশেষজ্ঞ টীমের একজন সদস্য হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করি। কিন্তু কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে এবং ম্যাসেঞ্জারে বিভিন্ন গ্রুপ থেকে এবং আমার ব্যক্তিগত আইডিতে ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি প্রদান করছে।
গত ১৫ আগস্ট এ বিষয়ে অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান ধানমণ্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।