ডিএমপি নিউজ: মধুমতি ব্যাংক লিমিটেড ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১৬ রানে জিতে বর্তমান টি২০ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট টিম।
ইংল্যান্ডকে হোয়াটওয়াশ করে টি২০ সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে নিল টাইগাররা। টি২০ ক্রিকেটে ছন্দপতন হলো বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের।
আজ মঙ্গলবার (১৪ মার্চ ২০২৩ খ্রি.) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের ৩য় ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৫৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। টি২০তে ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংসে খেলেন টাইগার ওপেনার লিটন দাস।
জবাবে ব্যাটে করতে নেমে শুরু থেকেই দারুন ব্যাট করতে থাকে ইংল্যান্ড। ১৩ ওভারে শেষে ১ উইকেটে ১০০ রানের সংগ্রহ পায় তারা। তবে এরপর বাংলাদেশি বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিং নৈপূণ্যে বেশিদূর এগোতে পারেনি ইংল্যান্ড। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রানে থামে ইংল্যান্ড।
ম্যাচে ৫৭ বলে ৭৩ রান করায় চ্যানেল আই প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন লিটন দাস।
সর্বোচ্চ ১৪৪ রান করে প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত।
থ্রি-লায়ন্সদের বিপক্ষে ১৬ রানের জয় পেয়ে টাইগাররা প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করলো। সাকিব বাহিনীর কাছে হোয়াইটওয়াশ হওয়ায় ইংল্যান্ডের টি২০ ক্রিকেটে বেশ ছন্দপতন হয়েছে।
এর অবশ্য আগে ৩ ম্যাচের ওডিআই সিরিজে ২-১ ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে নেয় ইংল্যান্ড টিম।