অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের আরলাই সৈকতে বোতলে ভরা একটি প্রেমপত্র উদ্ধার করেছেন এক পর্যটন অপারেটর। এরপর তিনি সেটির ছবি তুলে সামাজিকমাধ্যমে দেন। এছাড়া বোতলের ভেতরের সেই চিঠিটির ছবিও প্রকাশ করেন। মান্দারিন ভাষায় লেখা ওই চিঠি অনুবাদের জন্য ফেসবুকেই অনুরোধ জানান তিনি।
অনুরোধের ঢেঁকি গেলে অনেকেই সাড়া দেন। র্যাচ এলি নামে একজন চিঠিটা পড়ে আবিষ্কার করেন, এটি একটি প্রেমপত্র, যা একজন নাবিক তার প্রেমিকাকে উদ্দেশ্য করে লিখেছেন। তিনি ছবিটি শেয়ার করেন এই আশায় যে, ওই নারী চিঠিটির খোঁজ পাবে। চিঠির বর্ণনা অনুযায়ী, ভারত মহাসাগর অতিক্রম করার সময় ওই চিঠিটি লেখেন চীনা নাবিক।
সেখানে লেখা, হৃদয়ের গভীর থেকে আমার ভালোবাসাকে খুব অনুভব করছি। বাগদানের পরেই আমি সাগরে চলে এসেছি। কিন্তু তার জন্য আমার খুবই খারাপ লাগছে। এই বোতলটি সেই ভালোবাসার একপ্রকার প্রকাশ।
তিনি বলেন, আমার ইচ্ছা হচ্ছে- যদি আমি এখন বাড়িতে ফিরে যেতে পারতাম, যদি আমি যিঙ্গের সঙ্গে সবসময় থাকতে পারতাম।
তবে তিনি কখনও ভাবেননি যে, কেউ সত্যিই বোতলটি পাবেন। নিজের হৃদয়কে শান্ত করতেই বোতলে ভরে বার্তাটি তিনি সমুদ্রে ফেলে দেন।
অস্ট্রেলিয়ার একজন ব্লগার এ চিঠির বিষয়টি চীনা সামাজিকমাধ্যম ওয়েইবোতে তুলে দিয়ে বন্ধুদের অনুরোধ করেন, চীনে ১৪০ কোটি মানুষ রয়েছে, আমি খুব বেশি মানুষকে চিনি না, আপনি কি এই নারীকে খুঁজে বের করতে সহায়তা করতে পারেন?’বোতলের একটি ছবিও সেখানে তুলে দেয়া হয়। এর পর সেটি অসংখ্যবার শেয়ার হয়েছে। এ নিয়ে ওয়েইবোতেও অনেকে আবেগি মন্তব্য করেছেন।
তবে এখনও পর্যন্ত চিঠির সেই লেখক বা তার ভালোবাসার নারীকে খুঁজে পাওয়া যায়নি।