অবিশ্বাস্য মনে হলেও এমনই খবর উঠে এসেছে৷ মোসুলে শুকিয়ে যাওয়া নদীর নীচ থেকে উঠে এলো প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরনো সাম্রাজ্য৷ জানা গিয়েছে মোসুল বাঁধের জস স্তর অনেকটাই নেমে যায়৷ যে কারণে নদীর মাঝে আর্কিওলজিস্টরা এমন এক সাম্রাজ্যের সন্ধান পেয়েছেন৷ এই সাম্রাজ্য সিরিয়া এবং মেসোপটেমিয়ায় প্রভুত্ব করেছে বলে জানা যাচ্ছে৷
অমর উজালা সংবাদ মাধ্যম থেকে আরও জানা যাচ্ছে, ইরাকে টাইগ্রিস নদীতে তৈরি মোসুল বাঁধ দেশের সবথেকে বড় বাঁধ যা সাদ্দাম বাঁধ নামেও পরিচিত৷ এর অবস্থাই বর্তমানে বেহাল দশা৷ এখানে ৩,৪০০ বছরের পুরনো এক মহলের খোঁজ মিলেছে৷
জার্মানির টিউবিঙ্গন ইউনিভার্সিটির দাবি, এই মহলের সম্পর্ক রহস্যে ঘেরা মিতানি সাম্রাজ্যের সঙ্গে রয়েছে৷ এখনও পর্যন্ত মিতানি সাম্রাজ্য সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি৷ যেমন জানা যায়নি এর রাজধানী সম্পর্কে৷
মনে করা হচ্ছে, নদীর নীচ থেকে বেরিয়ে আসা এই মহল থেকে অনেক রহস্যের উন্মোচন হবে, যার থেকে জানা যাবে মিতানি সাম্রাজ্য সম্পর্কে আরও কিছু৷ গত বছর আর্কিওলজিস্টরা টাইগ্রিস নদীর ধারে বেশ কিছু ধ্বংসাবশেষ পেয়েছিলেন যেখানে মিতানি সাম্রাজ্যের অনেক ছোট-বড় চিহ্ন জড়িয়ে ছিল৷ জানা গিয়েছে, লাল এবং নীল রঙের দেওয়ালের ধ্বংসাবশেষও পাওয়া গিয়েছে৷ মনে করা হচ্ছে এই ধ্বংসাবশেষ নতুন কোনও রহস্যের দরজা খুলে দেবে৷