গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে ছিল জিকিউ বলপেন লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩২.৬৭ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৭ কোটি ৬২ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আফতাব অটোমোবাইলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২২.৭৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৩ কোটি ১৮ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৬৩ লাখ টাকা।
স্ট্যান্ডার্ড সিরামিকস গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২০.৭০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৪৫ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লিবরা ইনফিউশন, সমতা লেদার কমপ্লেক্স, এডিএন টেলিকম, মুন্নু আগ্রো, শমরিতা হসপিটাল, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।