শুক্রবার নেপালের বিরাটনগরে পঞ্চম সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক মেয়েদের ৩-১ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা জিতলো ভারত।
দক্ষিণ এশিয়া মেয়েদের ফুটবল মানেই ভারতের আধিপত্য। এ অঞ্চলের শক্তিশালী দেশটি তা আরেকবার প্রমাণ করলো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখে।
এ নিয়ে দক্ষিণ এশিয়ার মেয়েদের এই ফুটবল চ্যাম্পিয়নশিপে ফাইনালে ৪ বার মুখোমুখি হয়ে চারবারই হারলো নেপাল। গত আসরের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবার বাংলাদেশ বিদায় নিয়েছে সেমিফাইনালে ভারতের কাছে হেরে।
ফাইনালে ২৬ মিনিটে গোল করে এগিয়ে যায় ভারত। ৩৩ মিনিটে নেপাল ম্যাচ ফিরলেও শেষ রক্ষা করতে পারেনি। বিরতির পর আরো ২ গোল দেয় নেপালকে। ফলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন ভারত।
নেপালের একমাত্র গোলটি করেন সাবিত্রা ভান্ডারি। ভারতের হয়ে একটি করে গোল করেছেন দালিমার চিবার, গ্রেস দাংমেই ও অঞ্জু তামাং।