ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর বার্ষিক মহড়ার তৃতীয় দিনে আজ (রোববার) কাদির-ক্লাস সাবমেরিন থেকে সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। ইরানের তাসনিম নিউজ জানিয়েছে, এই প্রথম গভীর সমুদ্রে অবস্থিত সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলো।
তাসনিম নিউজ আরো জানিয়েছে, এ ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সময় সাবমেরিনের অবস্থা শণাক্ত করা শত্রুর পক্ষে সম্ভব নয়। কাদির ক্লাস সাবমেরিন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র তুলনামূলক স্বল্প পাল্লার বলেও জানিয়েছে বার্তা সংস্থাটি।
ইরানের নৌবাহিনী শুক্রবার থেকে ওমান সাগর ও পারস্য-উপসাগরে তিন দিনের এই বিশাল নৌ-মহড়া শুরু করেছে। ‘বেলায়াত-৯৭’ সাংকেতিক নামের এই মহড়া চালানো হচ্ছে হরমুজ প্রণালী থেকে শুরু করে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত মাকরান-উপকূলবর্তী ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চল জুড়ে মোট বিশ লাখ বর্গকিলোমিটার এলাকায়। খবর পার্স টুডে।