ডিএমপি নিউজঃ আজ (৮ফেব্রুয়ারি) ফজর বাদ রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি এ এস এম শাহজাহানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসময় তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও বাংলাদেশ পুলিশে কর্মরত সর্বস্তরের সদস্য জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজা শেষে ডিএমপি’র চৌকস পুলিশ দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করে। এরপর পরই বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। সেই সাথে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ পুলিশ অবসরপ্রাপ্ত অফিসার এসোসিয়েশন।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পারকিনসনস ডিজিজে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। শরীরে সংক্রমণও ছড়িয়ে পড়েছিল। অসুস্থতার কারণে গত ২৬ জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
১৯৪১ সালে নোয়াখালীর বেগমগঞ্জে জন্ম নেওয়া এ এস এম শাহজাহান সহকারী পুলিশ সুপার হিসাবে যোগ দেন ১৯৬৬ সালে। ১৯৭৬ সালে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনারের দায়িত্ব পান। পরে তিনি সিআইডি প্রধান এবং ডিএমপি কমিশনারের দায়িত্বও পালন করেন।
১৯৯২ সালে তিনি আইজিপি হন। ১৯৯৬ সাল পর্যন্ত ওই দায়িত্বে থাকার পর তিনি সরকারের সচিবের দায়িত্ব পান। এই পুলিশ কর্মকর্তা অবসরে যান ১৯৯৯ সালে।
২০০১ সালের নির্বাচন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল, তাতে শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন এ এস এম শাহজাহান।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার জানাজা শেষে শাহজাহানকে বনানী করবস্থানে দাফন করা হবে।