ডিএমপি নিউজ: পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর প্রধান অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মুজমদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের পরম শ্রদ্ধেয় শ্বশুর অবসর প্রাপ্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা হিরেন্দ্রনাথ মল্লিকের মৃত্যুতে শোক জানিয়েছে পিবিআই। একইসাথে বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
সোমবার পিবিআই পূর্বাঞ্চলের ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদ, বিপিএম (সেবা), পিপিএম এর স্বাক্ষরিত এক শোকবার্তায় এ সমবেদনা জানানো হয়।
বীর মুক্তিযোদ্ধা হিরেন্দ্রনাথ মল্লিক রবিবার (১০ মার্চ) দিবাগত রাত দেড়টায় চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে ইহলোকের মায়া ত্যাগ করেন। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী, ০৩ কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অবসর প্রাপ্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা হিরেন্দ্রনাথ মল্লিক ৪ নভেম্বর ১৯৩৮ সালে চট্টগ্রাম শহরের গোসাইডাঙ্গায় জন্মগ্রহণ করেন। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে মুজিব নগর সরকারের পক্ষে নানাবিধ গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করেন। তিনি একজন চৌকস ও কৃতি ক্রীড়াবিদ ছিলেন। এছাড়াও তিনি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় কোচ ও ম্যানেজার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।