‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’-এর বিচারকের দায়িত্ব পালন করতে ঢাকায় এসেছেন সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। আজ বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকায় এসে পৌঁছান এই নায়িকা। বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকরা।
সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে সুস্মিতা বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সেরা ১০ প্রতিযোগী আজকের এ চূড়ান্ত পর্বে অংশ নেবেন। যিনি মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হবেন তার মাথায় পরানো হবে ২০ লাখ টাকা মূল্যের হীরার মুকুট। জানা যায়, এ মুকুটে ৭৫০টি হীরা রয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা। দেখা যাক কার মাথায় এই মুকুট পরান সুস্মিতা।
বিচারক হিসেবে আরও থাকবেন সঙ্গীতশিল্পী তাহসান খান, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, তুতলি রহমান, রুবাবা দৌলা ও ফারজানা চৌধুরী। মঞ্চে প্রতিযোগীরা বেশকিছু কোরিওগ্রাফিতে অংশ নেবেন।
প্রসঙ্গত এর আগে আরও দুবার ঢাকায় এসেছিলেন সুস্মিতা সেন। ২০১১ ও ২০১৫ সালের ভিন্ন দুটি কাজে ঢাকা ঘুরে যান এ বলিউড অভিনেত্রী।