ডিএমপি নিউজ: রাজধানীর মিরপুর এলাকা থেকে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা ও পল্লবী থানা পুলিশের যৌথ টিম।
সোমবার (২১ অক্টোবর ২০২৪) দিবাগত রাত ০১:২০টায় মিরপুর-০৬ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
ব্যারিস্টার সুমন ডিএমপির আদাবর ও খিলগাঁও থানার দুটি হত্যা মামলার এজাহারনামীয় আসামী। এছাড়াও তার নামে মিরপুর ও মুগদা থানায় হত্যা চেষ্টার দুটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত ব্যারিস্টার সুমনকে ১০ দিনের রিমাণ্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।