চলতি বিপিএলের শুরু থেকেও অফফর্মে ছিলেন সাব্বির। আজও ব্যাটে নেমে খুব স্বাচ্ছন্দে ব্যাট করতে পারছিলেন না। কিন্তু একটু দেরিতে হলেও সাব্বির জ্বলে উঠলেন এবং সিলেটকে একটি লড়াকু স্কোর এনে দিলেন। সাব্বিরের ২৬ বলে ৪১ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে সিলেট। আউট হওয়ার আগে সাব্বির ২৬ বলে ১ বাউন্ডারি ৪ ওভার বাউন্ডারিতে ৪১ রান করেন। ব্রেসনান ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া গুনাথিলাকা করেন ৪০ রান।
টসে জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে সিলেট সিক্সার্স। টুর্নামেন্টের শুরু থেকেই বড় ওপেনিং জুটি পেয়েছে সিলেট। তবে আজ দলীয় ১ রানেই মোহাম্মদ সামির বলে ফ্র্যাংকলিনের তালুবন্দি হন ফ্লেচার। অপর ওপেনার উপুল থারাঙ্গাও আজ বড় ইনিংস খেলতে পারেননি। ১৪ বলে ১০ রান করে তিনি মেহেদী মিরাজের ঘূর্ণিতে বোল্ড হয়ে যান।
সিলেটের তৃতীয় উইকেটের পতন ঘটে উইলিয়ামেসের বলে। ১১ বলে ১০ রান করে মেহেদী মিরাজের হাতে ধরা পড়েন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। অধিনায়ক নাসির হোসেনও আজ সুবিধা করতে পারেননি। ১১ বলে ৯ রান করে সামিট প্যাটেলের বলে বোল্ড হয়ে যান তিনি।