গত কয়েক সপ্তাহের মধ্যে শনিবার ছিল চতুর্থবারের মতো ব্যাপক বিক্ষোভ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিক ও বিরোধী দলীয় নেতাদের মুক্তির দাবিতে তারা এ বিক্ষোভ করছে। শনিবারের বিক্ষোভে অংশগ্রহণকারী কয়েক হাজার মানুষ ‘ভুচিক চোর’ বলে স্লোগান দিয়েছে।
৩০টি বিরোধীয় দলের জোট ব্যাকার্স অব দি অ্যালায়েন্স ফর সার্বিয়া জানিয়েছে, ভুচিক স্বৈরশাসক এবং তার দল দুর্নীতিগ্রস্ত। তবে সরকার দলীয় নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন।
সরকার সমর্থিত টেলিভিশন চ্যানেল স্টুডিও বি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভুচিক জানিয়েছেন, বিরোধীদের দাবি সম্পর্কে আলোচনার জন্য তিনি প্রস্তুত।
তিনি বলেন, ‘জনগণের ভিন্নমতের কারণ কী সে বিষয়ে নজর দিতে আমি প্রস্তুত।’