সার্বিয়ার একটি স্কুলে এলোপাতাড়ি গুলিবর্ষণে আট শিশুসহ একজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন শিক্ষার্থী ও একজন শিক্ষক আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার সকালে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে ভ্লাদিস্লাভ রিবনিকার স্কুলে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় বার্তাসংস্থা বিবিসি নিউজ।
এ গুলিবর্ষণের ঘটনায় পুলিশ ১৪ বছর বয়সি এক শিশুকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। পুলিশের ধারণা, ওই শিশু তার বাবার অস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
১৪ বছর বয়সি অস্ত্রধারী এক শিশু প্রথমে শিক্ষককে গুলি করে বলে জানায় এক প্রত্যক্ষদর্শী।
এক বিবৃতিতে সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “সন্দেহভাজন নাবালককে গ্রেপ্তার করা হয়েছে। সে সপ্তম শ্রেণির ছাত্র। সে তার বাবার বন্দুক থেকে ছাত্রদের এবং স্কুলের নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছুঁড়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।“
পুলিশ ঘটনা তদন্তে কাজ করছে বলে বিবৃতিতে বলা হয়।
হামলায় গুলিবিদ্ধ ১৩ বছর বয়সী ছেলে এবং একটি মেয়েকে তিরসোভার একটি স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে সেখানকার চিকিৎসক।
সার্বিয়াতে এরকম গুলি চালানোর ঘটনা তুলনামূলক বিরল। কারণ দেশটিতে খুব কঠোর বন্দুক আইন রয়েছে। তবে দেশটিতে বন্দুকের মালিকানা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি। সূত্র: দেশ রূপান্তর