সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন মঙ্গলবার রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে এই দুইজনকে গ্রেফতার করা হয়। নিউমার্কেট থানায় দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।