২০ বছর আগে অবৈধভাবে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া বলিউড সুপারস্টার সালমান খান জামিন পেয়েছেন। দুই রাত যোধপুরের কারাগারে কাটানোর পর শনিবার তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। ভারতের সম্প্রচার মাধ্যম এনডিটিভি তার জামিনের খবর নিশ্চিত করেছে।
১৯৯৮ সালে যোধপুরের কাছে কানকানি গ্রামে শুটিংয়ের জন্য গিয়ে দুটি বিরল প্রজাতির হরিণ শিকারে অভিযোগ উঠেছিল সালমান খানের বিরুদ্ধে। ওই ঘটনায় বৃহস্পতিবার তার বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ড ও দশ হাজার রুপির জরিমানার রায় দেয় আদালত। রায়ের পর কারাগারে পাঠানো হয় ৫২ বছর বয়সী এই সুপারস্টারকে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার সকালে যোধপুর আদালতের বিচারক রবিন্দ্র কুমার যোশীর আদালতে সালমানের জামিন আবেদনের শুনানী দ্বিতীয় দিনের মতো শুরু হয়। পরে দুপুরের খাবারের বিরতির পর তিনি জামিনের আদেশ দেন।