২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিস সায়মা ওয়াজেদ হোসেনকে ‘এক্সেলেন্স ইন পাবলিক হেলথ অ্যাওয়ার্ড’ সম্মাননায় ভূষিত করেছিল। এবার প্রধানমন্ত্রী কন্যা দক্ষিণ-পূর্ব এশিয়ার অটিজম বিষয়ক ‘ডাব্লিউএইচও গুডউল অ্যাম্বাসাডর’ নিযুক্ত হলেন। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর পুনম ক্ষেত্রপাল সিং অটিজম বিষয়ে সায়মার ভূমিকাকে ‘প্রগাঢ় আবেগীয় এবং অটল’ বলে উল্লেখ করেন। সেই সঙ্গে প্রতিবন্ধীদের জীবনের যন্ত্রণাপূর্ণ অভিজ্ঞতা দূরীকরণে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সায়মা ওয়াজেদের অনবদ্য ভূমিকার কথা তুলে ধরা হয়।
গুডউইল অ্যাম্বাসাডর হিসাবে সায়মার ভূমিকা হবে ‘থিম্ফু ডিক্লারেশন’কে বাস্তবায়িত করা। সেই সঙ্গে জাতীয় স্বাস্থ্য এবং আর্থ-সামাজিক অগ্রগতিতে অটিজমে আক্রান্ত মানুষের প্রয়োজন মেটানোর বিষয়টি সমন্বয় করাও তার দায়িত্বের মধ্যে পড়বে।
বেশ কিছু ক্ষেত্রে দৃশ্যমান ও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সায়মার। প্রতিবন্ধীদের সহায়তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিওনাল স্ট্র্যাটেজি বাস্তবায়নে এক সমন্বয়পূর্ণ কাঠামো গড়ে তোলেন তিনি। জাতীয়ভাবে তাদের জন্য গৃহিত পরিকল্পনা বাস্তবায়ন এবং মানসিক রোগে আক্রান্ত হওয়ার পর সামাজিক দিক থেকেও তাদের সহায়তা প্রদানের ক্ষেত্রটিকেও আলোকিত করেছেন তিনি।