ডিএমপি নিউজ : রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির সদস্যরা।
গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ আমজাদ মিয়া ও মোঃ জুয়েল। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে তিন কেজি গাঁজা ও মাদক বিক্রয়ে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান মনির ডিএমপি নিউজকে জানান, আজ বৃহস্পতিবার সায়েদাবাদ বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সায়েদাবাদ বাস টার্মিনালের বরিশাল প্লাটফর্মের সামনে কয়েকজন মাদক কারবারি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশী করে বিশেষ কৌশলে তাদের বুক, পেট ও পিঠের সাথে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।