ডিএমপি নিউজঃ বিভিন্ন প্লেকার্ডে ছাত্ররা ছয়দিন ধরে রাজধানীসহ সারাদেশে আন্দোলন করছে। আর এই আন্দোলনের নামে কোথাও কোথাও তারা সহিংস হয়ে উঠছে। গত ২ আগস্ট, ২০১৮ বৃহস্পতিবার ছাত্রদের একটা অংশ রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির মোড়ে কর্তব্যরত এক পুলিশ সার্জেন্টের সরকারি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়।
উক্ত সার্জেন্ট সবে মাত্র বাসা থেকে কর্মস্থলে পৌঁছান। তখন আন্দোলনরত কিছু ছাত্র সেখানে তার ড্রাইভিং লাইসেন্স চায়। তিনি ড্রাইভিং লাইসেন্স দেখালে গাড়ির কাগজ দেখতে চায়। তিনি জানান এটি সরকারি গাড়ি, কাগজপত্র আমাদের পরিবহন শাখায় জমা আছে। তখন হঠাৎ করে একজন ছাত্র পুলিশ সার্জেন্টের শরীরে লাগানো বডিওর্ন ক্যামেরা টান দিয়ে খুলে নেয়। তারপর কয়েক জন তার গাড়ির চাবি নিয়ে ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
দেখুন বাইকে আগুন দেওয়ার সেই ভিডিও