ডিএমপি নিউজ : বাংলাদেশ পুলিশের সিআইডির সিস্টেম এনালিস্ট সৈয়দ আলী আজগর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৪৯ বছর।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইডির সিস্টেম এনালিস্ট সৈয়দ আলী আজগর ২৫ জুন রাত দুইটায় মগবাজার এমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
সৈয়দ আলী আজগর ২০০৭ সালের ২৯ মার্চ চাকরিতে যোগদান করেন, ২০১৯ সালের ২৯ মে থেকে সিআইডি ঢাকায় সিস্টেম এনালিস্ট হিসেবে কর্মরত ছিলেন।
তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার পাইকপাড়া ইউনিয়নে। তার পিতা মৃত. সৈয়দ আলী আকবর ও মাতা লুৎফা বেগম।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে সিআইডির পক্ষ হতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।