ডিএমপি নিউজঃ সিএনজি নিয়ে ছিনতাই করায় একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গেন্ডারিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত দুই ছিনতাইকারী হলো- মোঃ শামীম ও মোঃ শরীফ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ফোন ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।
গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু সাঈদ আল মামুন জানান, মঙ্গলবার (২৪ জানুয়ারি ২০২৩ খ্রি.) ঘড়ির কাটায় সময় তখন রাত সাড়ে ৮টা। একজন নারী গার্মেন্টস শ্রমিক গার্মেন্টসে কাজ শেষে তার দুলাভাইয়ের সাথে রিকশাযোগে নিজ বাসায় ফিরছিলেন। রিকশাটি গেন্ডারিয়ার দয়াগঞ্জ নূর মসজিদের সামনে এসে পৌঁছালে দু’জন ছিনতাইকারী সিনএনজি নিয়ে তাদের রিকশা থামায়। কোন কিছু বুঝে উঠার আগেই রিকশায় থাকা যাত্রীদের ছিনতাইকারীরা ভয় দেখিয়ে ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছিনতাই কর্ম সমাধা করে ছিনতাইকারীরা সিএনজি চালিয়ে দয়াগঞ্জের দিকে পালাতে থাকে। ভুক্তভোগীদের গগণবিদারী ডাক-চিৎকারে তাৎক্ষণিকভাবে এগিয়ে আসে টহলরত গেন্ডারিয়া থানা পুলিশের একটি টিম। টহল পুলিশ ধাওয়া করে দয়াগঞ্জ-8 সূর্যের হাসি ক্লিনিকের সামনে হতে সিএনজিসহ দুই ছিনতাইকারীকে হাতেনাতে পাকড়াও করে।
এহেন কর্মে তাদের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মামলা রুজু হয়েছে।