বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে, সেটা রিল লাইফে দেখানোর ঘটনা একাধিকবার ঘটেছে। কিন্তু রিল লাইফ দেখে রিয়েল লাইফে সেই কাণ্ড ঘটাতে গেলে, বেশিরভাগ সময়ই ফল উল্টো হয়। কিন্তু অনেক সময় ফল আবার মন্দ হয় না। যেমন গত চার বছরে রাজস্থানে এমন হাওয়াই চলছে।
ভারতের রাজস্থান পুলিশ ১০৩টি মামলা গ্রহণ করেছে, যেখানে অভিযোগ আছে যে, পাত্রীরা সোনম কাপুর অভিনীত ‘ডলি কি ডোলি’ সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে, বিয়ের পর শ্বশুরবাড়ির প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা লুটপাট কেরে ভেগে গেছে।
জানাযায়, প্রত্যেকটি ঘটনাতেই নববিবাহিতা বধূরা বিয়ের কয়েকদিনের মধ্যে নগদ টাকা, গয়না এবং অন্যান্য দামি জিনিষ নিয়ে পালিয়ে গিয়েছে। বিয়ে ঠিক করে দেয়া মধ্যস্থতাকারীও কোন খোঁজ পাওয়া যেত না।
১০৩টি ঘটনার মধ্যে ৫৭টি মামলায় পুলিশ চার্জশিট দায়ের করেছে। ১৭টি মামলার তদন্ত এখনও ঝুলে রয়েছে। তদন্তের পর পুলিশের ফাইনাল রিপোর্ট দাখিল হয়েছে ২৯টি মামলায়। ১ কোটি ৭৫ লাখ টাকার মধ্যে ১০ লাখ টাকা উদ্ধার হয়েছে। বেশিরভাগ মামলাই রাজস্থানের পালি, বারাণ, বুন্দি, ঝালাওয়ার, ভিলাওয়ারা এলং ঝালর এলাকায় ঘটেছে।