ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও সিরিজ নির্ধারনী ম্যাচে ভারতকে ২১ রানে হারিয়ে সিরিজ জিতলো সফরকারী অস্ট্রেলিয়া।
গতকাল (বুধবার) চেন্নাইতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ২৬৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
জবাবে ব্যাটে করতে নেমে মাত্র ৪৯.১ ওভারে ২৪৮ রানে অলআউট হয়ে যায় ভারত। এই ম্যাচে জয়ের ফলে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় অস্ট্রেলিয়া।