সিরিয়ার রাজধানীর উপকন্ঠে রকেট হামলায় ৩৫ জন মারা গিয়েছে বলে জানিয়েছে সেদেশের সংবাদমাধ্যম৷ দামাস্কাসের জারামানার একটি ব্যস্ততম বাজারে রকেট হামলা করে বিদ্রোহীরা৷
সিরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, বহু মানুষ সেই সময় বাজারে উপস্থিত ছিলেন৷ সামনেই মাদার’স ডে৷ সেই উপলক্ষ্যে উপহার কিনতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন বাজারে৷ এখনও অবধি ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ আহত হয় বহু মানুষ৷
জানা গিয়েছে, পূর্ব ঘৌতায় সেনাবাহিনীর হামলার বদলা নিতে বিদ্রোহীরা রকেট হামলা চালায়৷ সম্প্রতি পূর্ব ঘৌতায় বোমা নিক্ষেপণের ঘটনায় ৩৮ জন নিরীহ মানুষের মৃত্যু হয়৷ সিরিয়ার বেশিরভাগ এলাকা দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আসলেও ব্যতিক্রম পূর্ব ঘৌতা৷
এলাকাটি এতদিন বিদেশি মদতপুষ্ট জঙ্গি ও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল। সেখান থেকে নিক্ষিপ্ত কামান ও মর্টারের গোলা রাজধানী দামাস্কাসের একের পর এক আঘাত হানতে থাকলে সিরিয়ার সেনাবাহিনী সম্প্রতি পূর্ব ঘৌতা পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেয়।
গত প্রায় এক মাসের অভিযানে পূর্ব ঘৌতায় জঙ্গিদের কোণঠাসা করে ফেলেছে সিরিয়ার সেনাবাহিনী। সম্প্রতি সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছিল, তারা পূর্ব ঘৌতা এলাকার ৭০ ভাগ এলাকা সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করতে পেরেছে৷