সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে সন্ত্রাসীরা রাসায়নিক হামলার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসবাদী গোষ্ঠী ‘হোয়াইট হেলমেটস’ এর ১৫ জন সদস্য গত ১ ফেব্রুয়ারি রাসায়নিক উপাদান নিয়ে ইদলিবে ঢুকেছে।
তাদের কাছে অন্তত চারশ’ লিটার রাসায়নিক উপাদান রয়েছে। ২০১৩ সালের মার্চে সন্ত্রাসী গোষ্ঠী ‘হোয়াইট হেলমেটস’ আমেরিকা ও ব্রিটেনের সহযোগিতায় তুরেস্ক গঠিত হয়েছে।
‘হোয়াইট হেলমেটস’ নিজেকে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দাবি করে আসলেও এ পর্যন্ত সিরিয়ায় বিভিন্ন অপকর্ম চালিয়েছে। এর সদস্যরা রাসায়নিক হামলা চালিয়ে তা সরকারের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালায় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এ পর্যন্ত সিরিয়ার বিভিন্ন স্থানে রাসায়নিক হামলার সঙ্গে হোয়াইট হেলমেটস গোষ্ঠী জড়িত বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এই গোষ্ঠীর সঙ্গে ইহুদিবাদী ইসরাইলেরও সরাসরি সম্পর্ক রয়েছে।
সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাসে পাশ্চাত্যের প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায় সহিংসতা শুরু হয়। দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে পশ্চিমা দেশগুলোর পাশাপাশি তাদের কিছু আঞ্চলিক মিত্র দেশ সিরিয়ায় দায়েশ ও আন-নুসরা ফ্রন্টের সন্ত্রাসীদের লেলিয়ে দেয়। প্রায় সাত বছরের যুদ্ধের পর সিরিয়ার সেনাবাহিনী ২০১৮ সালে রাশিয়া ও ইরানের সহযোগিতায় সন্ত্রাসীদের পরাজিত করতে সক্ষম হয়। তবে এখনো সিরিয়ার কোনো কোনো এলাকা জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে।-পার্স টুডে।