সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে অস্ত্রবিরতি ঘোষণা করেছে মস্কো। অঞ্চলটিতে রাশিয়া ও সরকারি বাহিনী কয়েক সপ্তাহ ধরে ব্যাপক রকেট ও বিমান হামলা চালানোর পর এ ঘোষণা দেয়া হল।
রাশিয়ান রিকনসিলিয়েশন সেন্টার ফর সিরিয়া বুধবার(১৩ জুন) রাতে এক বিবৃতিতে জানায়, ‘তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় একটি চুক্তির আওতায় ১২ জুন মধ্যরাত থেকে ইদলিবে অস্ত্রবিরতি ঘোষণা করা হল।’ খবর:এএফপি।
রাশিয়ার সশস্ত্র বাহিনী পরিচালিত সেন্টারটি আরো জানায়, ‘এর ফলে বেশ অবৈধ সংগঠনগুলোর গোলা বর্ষণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।’ ইদলিব সিরিয়া সরকারের নিয়ন্ত্রণহীন সর্বশেষ প্রদেশ।এক মাসের বাফার জোন চুক্তি সত্ত্বেও সরকারি বাহিনীর সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেখানে ব্যাপক গোলা বর্ষণ চালিয়েছে।
এদিকে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সোমবার জানিয়েছে, সম্প্রতিক হামলায় সাত শিশুসহ ২৫ বেসামরিক লোক নিহত হয়েছে। এপ্রিলের শেষ থেকে এ পর্যন্ত ৩৬০ জনের বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। ২০১১ সালে শুরু হওয়া সিরীয় যুদ্ধে এ পর্যন্ত ৩ রাখ ৭০ হাজারের বেশি লোক নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।