সিরিয়ার লাতাকিয়ায় হেমেইমিম ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী। তারা সন্ত্রাসীদের দু’টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।
সিারিয়ায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান ইউরি বোরেনকভ বলেছেন, হেমেইমিম ঘাঁটিতে হামলার লক্ষ্যে দু’টি ড্রোন পাঠিয়েছিল সন্ত্রাসীরা, কিন্তু দু’টি ড্রোনকেই ধ্বংস করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয় নি।
সিরিয়ার সরকারের আহ্বানে ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে সেদেশে সেনা মোতায়েন করেছে রাশিয়া। এসব সেনা সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলার জন্য হেমেইমিম ঘাঁটিকে ব্যবহার করে আসছে রুশ রাহিনী।
সিরিয়ার সরকার ও সেনাবাহিনী ইরান ও রাশিয়ার সহযোগিতায় দায়েশ বা আইএসকে পরাজিত করতে সক্ষম হয়েছে। বর্তমানে অপর কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী সেখানে তৎপরতা চালাচ্ছে। তবে ওই সব গোষ্ঠীও পরাজয়ের মুখে রয়েছে।
২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে।-পার্স টুডে।