রাশিয়া বলেছে, মার্কিন জঙ্গিবিমানগুলো সিরিয়ার ফোরাত নদীর পূর্ব তীরে হামলার সময় বেসামরিক জনগণের ওপর নিষিদ্ধঘোষিত হোয়াইট ফসফরাস বোমা ব্যবহার করছে। এতে বেসামরিক জনগণের ক্ষয়ক্ষতি হচ্ছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (বৃহস্পতিবার) রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে আরো বলেন, “ফোরাত নদীর পূর্ব তীরে সন্ত্রাসী নিয়ন্ত্রিত আবাসিক এলাকাগুলোতে আমেরিকা জোরদার বোমা হামলা শুরু করেছে।”
১৯৭৭ সালের আন্তর্জাতিক চুক্তির আওতায় হোয়াইট ফসফরাস বোমা ব্যবহার নিষিদ্ধ করা হয়। ১৯৪৯ সালে প্রথম ওই চুক্তি সই হয় এবং পরে ১৯৭৭ সালে তাতে বাড়তি প্রটোকল যোগ করা হয়।
রুশ মুখপাত্রের বক্তব্যের আগে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এক প্রতিবেদনে মার্কিন বাহিনীর হোয়াইট ফসফরাস ব্যবহারের তথ্য তুলে ধরে। সানা জানিয়েছিল- পূর্বাঞ্চলীয় দেইর আয-জোর প্রদেশে মার্কিন বাহিনী নিষিদ্ধ ঘেষিত ফসফরাস বোমা ব্যবহার করেছে।