সিরিয়া ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে ঐকমত্যে পৌঁছাতে পারেনি বিশ্ব পরাশক্তির দেশগুলোর সংগঠন গ্রুপ-৭ (জি-৭)-এর সদস্যরা ।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাজ্য প্রস্তাব আনলে তা প্রত্যাখ্যান হয়। তবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতায় থাকলে সিরিয়া গৃহযুদ্ধের অবসান হবে না বলে জি-৭ দেশগুলো সম্মত হয়েছে।
সম্প্রতি সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে রাসায়কিন হামলায় ৮৯ জন নিহত হওয়ার পর জি-৭ সম্মেলনে ইসুটি গুরুত্ব পায়। এ সম্মেলনে সিরিয়া গৃহযুদ্ধ নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাতে রাশিয়াকে চাপ প্রয়োগ করে অন্য সদস্যরা।
সিরিয়ায় রাসায়নিক হামলার জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে দায়ী করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। কিন্তু সিরীয় সরকারের দাবি, রাসায়নিক বিস্ফোরণের জন্য বিদ্রোহীরা দায়ী।