রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, সিরিয়া থেকে রাশিয়ার সেনা ও যুদ্ধবিমান অপসারণ অব্যাহত থাকবে। ক্রেমলিনের মিলিটারি কলেজে বক্তৃতা দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, গত কয়েকদিনে রাশিয়া ১ হাজার ১শ ৪০জন সেনা ও ১৩টি যুদ্ধবিমান, ১৪টি হেলিকপ্টার সিরিয়া থেকে সরিয়ে নিয়েছে।
এ সময় পুতিন আরও বলেন, ‘হেমেইমিম সামরিক ঘাটি’ প্রদর্শনকাল থেকে আমরা আমাদের সেনা সরিয়ে নিতে শুরু করেছি এবং এটা অব্যাহত থাকবে।’