বিপিএলে এবারের আসরে সিলেট পর্বে দুর্দান্ত শুরু করেছিল স্বাগতিক সিলেট সিক্সার্স। নাসির হোসেনের নেতৃত্বে টানা তিন ম্যাচে জয় পেয়েছিল স্বাগতিকরা। এরপর থেকেই যেন জয় ভুলে যেতে বসেছে সিলেট। নিজেদের মাঠে শেষ ম্যাচের পর ঢাকায়ও দুই ম্যাচ সহ টানা মোট তিন ম্যাচই হেরে বসলো নাসির হোসেনের দল।
পয়েন্ট টেবিলের তলানীতে থাকা রাজশাহী সিলেটের বিপক্ষে জয় পেয়েছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে।
জয়ের জন্য সিলেটের বেঁধে দেয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন রাজশাহীর দুই ওপেনার মুমিনুল হক এবং রনি তালুকদার। দু‘জনে মিলে গড়েন ৬৫ রানের ধুন্দুমার এক জুটি। এরপর ২২ বলে ২৪ রান করে রনি তালুকদার ফিরে গেলেও এক পাশ আগলে আগ্রাসি ব্যাটিং করে যান মুমিনুল।
এর মধ্যে সামিত প্যাটেল এসে অন্য ম্যাচগুলোর মতই ব্যর্থতার পরিচয় দিয়ে ফিরে যান ১ রান করেই। মুমিনুল তখন জুটি গড়েন উদীয়মান জাকির হাসানের সঙ্গে। গড়েন ৩১ রানের জুটি। তবে ৪২ রান করে মুমিনুল আউট হলেও, শেষ পর্যন্ত উইকেটে ছিলেন জাকির হাসান। ২৬ বলে খেলেন হার না মানা ৫১ রানের ইনিংস। তার স্কোরটি সাজানো ছিল ৪টি বাউন্ডারি এবং ৩টি ছক্কায়।