ডিএমপি নিউজঃ সিলেটের জাফলংয়ে নৃশংসভাবে খুন হওয়া ফটোগ্রাফার সাদ্দাম হোসেন (৩০) হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ হুমায়ুন ও মোঃ সজল। গ্রেফতারকালে তাদের নিকট হতে ঘটনায় লুন্ঠিত ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন ও ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়।
পিবিআই হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার রীমা সুলতানা ডিএমপি নিউজকে জানান, সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পিবিআই সিলেট জেলার একটি দল।
অতিরিক্ত পুলিশ সুপার রীমা সুলতানা ডিএমপি নিউজকে বলেন, গত ১৫ জুলাই জাফলংয়ের সোনাটিলা সাকিনস্থ ফরেস্ট বাংলার দক্ষিণ দিকে ফরেস্ট রিজার্ভ টিলার উপর নৃশংসভাবে খুন হন গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কালিনগর গ্রামের মৃত হাসেম মিয়ার ছেলে ফটোগ্রাফার সাদ্দাম হোসেন। এ ঘটনায় গোয়াইনঘাট থানা একটি মামলা রুজু হয়েছে। এই ঘটনার পর থানা পুলিশের পাশাপাশি পিবিআই ছায়া তদন্ত শুরু করে। তদন্তকালে আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান সনাক্ত করে তাদেরকে গ্রেফতার করে পিবিআই।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি ডিএমপি নিউজকে জানান, বিভিন্ন পর্যটন কেন্দ্রে তারা পর্যটকের বেশে ঘুরে বেড়ান এবং সেখানে বেড়াতে আসা সাধারন পর্যটকদের টার্গেট করেন। পরবর্তী সময়ে সুযোগ বুঝে পর্যটকের নিকট হতে ক্যামেরা, মোবাইল ও টাকা-পয়সাসহ অন্যান্য মূল্যাবান জিনিসপত্র ছিনিয়ে নেন। ভিকটিম ফটোগ্রাফার সাদ্দাম হোসেনকেও তারা একই ভাবে টার্গেট করে এবং মূল্যবান সামগ্রী ছিনতাই এর উদ্দেশ্যে হত্যা করে।
মঙ্গলবার গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।