বিশ্বকাপের মাঝে এসে ফিফার শাস্তির মুখে পড়তে হল সুইডেনকে। মিডিয়ার আইন ভঙ্গ করে বিপণন কার্যক্রম চালানোয়এই বিপদে সুইডেন। শুক্রবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার পরিচালনা পর্ষদ থেকে জানানো হয়েছে, জরিমানা হিসেবে মোট ৭০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৮ লক্ষ ৭৫ হাজার টাকা) ফিফাকে প্রদান করতে হবে সুইডিশদের।
ফিফা জানিয়েছেন, জরিমানা করার পূর্বেই সুইডেনকে কয়েকবার সতর্ক করা হয়েছিল, যাতে তারা নিজেদের জার্সিতে অনুমোদনবিহীন ব্যবসায়িক পণ্যর প্রচারণা না চালায়। এটা ফিফার ব্যবসায়িক আইনের সাথে সামঞ্জস্য পূর্ণ নয়। তাই শেষ পর্যন্ত সুইডেনকে বড় জরিমানা করারই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
এই ঘটনায় নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন সুইডেন ফুটবল অ্যাসোসিয়েশন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সুইডেন ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র বলেন, ‘আমরা আমাদের জার্সি আর মোজা থেকে যত দ্রুত সম্ভব ওইগুলো সরিয়ে নিবো। যেহেতু এটা ফিফার নীতি বিরোধী।’
তবে ফিফার জরিমানার বিষয়ে প্রশ্ন করা হলে ওই মুখপাত্র জানান, বিষয়টি তাদের আইনজীবীই দেখবে, ‘ইংল্যান্ডের বিপক্ষে নামার আগেই আমরা আমদের সকল পরিবর্তন সেরে ফেলবো। আর বিশেষ বা বড় কোন বিচারও চাচ্ছি না। এখন যা করার সব আমাদের আইনজীবীরাই করবে।’