দুর্নীতির অভিযোগে সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিচার শুরু হয়েছে। দেশটির একটি আদালত শনিবার তাকে অভিযুক্ত করে বিচার শুরুর নির্দেশ দেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও অন্যদের কাছ থেকে ২৫ মিলিয়ন ডলার অর্থ গ্রহণের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। তবে এই অর্থ তিনি নিজস্ব কাজে ব্যয় করেননি।
বশিরের একজন আইনজীবী বলেন, তার মক্কেল অভিযোগ অস্বীকার করেছেন। পরবর্তী শুনানিতে আসামিপক্ষের সাক্ষী হাজির করতে বলা হয়েছে। এদিকে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। আগামী ৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন পর্যন্ত তার ডিটেনশনের মেয়াদ বাড়ানো হয়েছে।
সুদানের তিন দশকের একনায়কতান্ত্রিক শাসক ওমর আল বশিরের বিরুদ্ধে গত ডিসেম্বর থেকে আন্দোলন শুরু হয়। এপ্রিলে সেনাবাহিনী তাকে সরিয়ে দেয়ার ঘোষণা দেয়। বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে গত মে মাসে অন্য একটি অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এছাড়া দারফুরে গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।