সুদানে রাজধানী খার্তুমসহ বেশ কয়েকটি শহরে শুক্রবার সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করেছে।
শুক্রবার ছিল সুদানে সরকার বিরোধী বিক্ষোভের দশম দিন। জুমার নামাজের পর এদিন খার্তুমের বেশ কয়েকটি এলাকা, ওমদুরমান, পোর্ট সুদান, আতবারা ও মাদানি শহরে বিক্ষোভকারীরা রাস্তায় বের হয়ে আসে।
আল-জাজিরা অনলাইন জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের পর নীল নদের পশ্চিম তীরের ওমদুরমান শহরে বিক্ষোভকারীরা মসজিদ থেকে বেরিয়ে রাস্তায় আসে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
পূর্বাঞ্চলীয় শহর আতবারাতেও জুমার পর ব্যাপক বিক্ষোভ হয়েছে। এই শহরটিতেই গত ১৯ ডিসেম্বর রুটির দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছিল।
দ্রব্যমূল্য বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকট এবং নগদ অর্থ সংকটের কারণে গত ১০ দিন ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে সুদানে। বিরোধী দলগুলো দেশজুড়ে বিক্ষোভের আহ্বান জানালে এটি আরো ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমনে সরকার ইতিমধ্যে অন্তত ৯ বিরোধী দলীয় নেতাকে গ্রেপ্তার করেছে।