কোহলির দুর্দান্ত সেঞ্চুরি আর ভুবেনশ্বর কুমারের সুইংয়ে এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০১ রানের বিশাল জয় পেয়েছে ভারত।
গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২ উইকেটে ২১২ রান করে ভারত। ৬১ বলে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেন কোহলি।
জবাবে ব্যাটে করতে ভুবেনশ্বর কুমারের সুইংয়ে এলোমেলো হয়ে যায় আফগানিস্তান। ২১ রানে ৬ উইকেট হারায় আফগানরা। ভুবেনশ্বর ৪ ওভারে ৪ রান দিয়ে নেন ৫ উইকেট। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১১১ রান করে আফগানিস্তান।